সকালের রবি
দিন শেষে চলে যাবে ......... ,
সকলেই চাই দিন সুদীর্ঘ হোক ,
তিনি থাকলেই আমরা শান্তি মানি
তাঁর প্রভা পেয়ে নির্মোক ঘোচে জানি ।
তবু তিনি নেই অবয়ব সাথে নিয়ে
তবুও আছেন শব্দের ছোঁয়া দিয়ে।
আমরা তো তাঁর আশ্রয় মাগি শুধু
তিনি ছাড়া তাই শুধু মরু ধু ধু ,
তাঁর সে প্রয়াণ সত্যি প্রয়াণ নয়
চিতাকাঠ থেকে আবার জন্ম হয় ।
আমাদের কবি বিশ্বের কবি
অমৃত-পুত্র তিনি  ,
তোমায় প্রনাম আর সে প্রনাম আমার জন্মভূমি ।
[........... গুরুদেবের প্রয়াণ দিনে কয়েকটি তুচ্ছ শব্দে তাঁকে স্মরণ । ]