শব্দের সাথে শব্দের মিল খুঁজি
মিল মানে শুধু শেষের শব্দ বুঝি ?
মন সাথে মন অন্তে কি শুধু মেলে ?
শুরু থেকে শেষ মিশে যায় অবহেলে ।
কাব্য তো হলো মনটারই প্রতিরূপ ,
মিলনটি হবে সেই মতো নিশ্চুপ ।
শব্দ তখনই ' কবিতাটি ' হয়ে যাবে ,
যবে শব্দ ও ভাব প্রেমের রূপটি পাবে ।