খুঁজছি তাকে অনেক 'ক দিন ধরে ,
খাটের তলা , বাক্স বিছানা
তন্ন তন্ন করে ,
এই কটা দিন আগেও দেখেছি তাকে - ,
ভেবেছি  এবার যত্নে রাখব
ভল্টে অথবা দামী কোনো সিন্ধুকে ।


ঘর ছেড়ে পথে অনুসন্ধান শুরু ,
নেতাদের পাড়া ,বণিক কলোনী
ভয়ে বুক দুরুদুরু ।
খুব দামী তাই চেষ্টাটা অবিরত
স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাক্ষেত্র,অফিস , আদালতও ।


খোঁজা বাকি শুধু অতল সাগর
গিরি,গুহা,বনভূমি
আর সুদূরের বালুময় মরুভূমি ।
ভেবে ঠিক করি কাগজেতে দেব নাম ধাম ,
যদি কেউ পায় -
ফিরে দেবে জানতাম ।
তারই জন্যই সাজিয়েছি ঘর ,
সাজাই নরম শয্যা ,
ও গো প্রেমময়ী , ও গো সুন্দর -
কোথায় লুকালে - লজ্জা?