আমরা দুজন খুব কাছাকাছি থাকি
মনে মন রেখে স্বর্গটা ছোঁয়া যায় ,
তবুও কেমন ঘুর পথে ছুটে চলি -
চিৎকারে বলি 'বেঁচে থাকাটাই দায় ।


ভাব থেকে যায় মনের মধ্যে গাঁথা
অভাব শুধুই ছড়ায় বিষের মত ,
শান্তিটা আছে কুলুঙ্গিতে তুলে রাখা
দিনে দিনে তাই বাড়িয়ে চলেছি ক্ষত ।


বাড়ালেই হাত বন্ধু অপেক্ষায়
হাতটা তবু তো ধনুষ্টঙ্কাগত ,
মিষ্টি হাসিতে শিশিরের টুপটাপ
মুখেতে আমার বিষাদ ছাড়ানো যত ।


বছরে বছরে চলেছি যে হাত ধরে
সে হাত তবে কি প্রেতাত্মাদের কেনা,
হাড়-মাস শুধু স্পর্শই করে গেছি
চেনা মানুষটা হয় নাই তবু চেনা ।


আমার আমিকে দানব বানাতে গিয়ে
প্রিয়জনটা তো পড়ে গেছে ছায়া ঢাকা ,
মাথা নিচু করে খোঁজার বাসনা ছেড়ে
দোহাই দিয়েছি 'তার ছোট হয়ে থাকা ।


অতীত টেনেছি বর্তমানের বাঁচায়
হিসাব করেছি কুশিদজীবীর মত ,
পাওয়া না পাওয়ার মানদন্ডটি রেখে
গণিতে ডুবেছি রাতদিন অবিরত ।


এসো না দুজনে মুগ্ধ নয়নে দেখি
কদম্ব বন না হোক ফুলেতে ভরা ,
দু-য়ে দিয়ে নিয়ে এমন কিছু তো করি
সার্থক হোক আমাদের হাত ধরা ।