প্রভাতের পথে বাহির হলেম যখন
তখন তো তুমি গভীর ঘুমে মগন,
আলতো করে একটি চুমু এঁকে
একটি পলক তোমায় শুধু দেখে
যাত্রা আমার দিলেম করে শুরু ,
একলা পথে বুকটি দুরু দুরু ।
তবুও আমায় পাড়ি দিতেই হবে
তোমার জন্য আনবো মানিক কবে ? ----
এই সে চলা মেঘের সাথে ভেসে
এই সে চলা কাশের বনের পাশে
এই সে চলা অকুল নদীর তীরে
এই সে চলা কুমারটুলীর ভীড়ে।
এই সে চলা সাদা মেঘের বুকে
এই সে চলা শিশির ছোঁয়ার সুখে
এই সে চলা তৃণের স্পর্শ পাওয়ায়
এই সে চলা সুখের শীতল হাওয়ায় ।
আমার চলা বিরামহীনের পথে
আনবো মানিক ঋতুর পুষ্প রথে
তুমি তখন উঠে ঘুমের থেকে
আধেক চোখে দেখবে রেখে ঢেকে
হাতে আমার অরূপ মানিক ধরা
এবার তুমি হবেই স্বয়মবরা ।
তোমার আমার ভালোবাসার মিলে
রূপসী ধরা সাজবে তিলে তিলে ।