ভালোবাসার দিনটি কবে ?
জানতে গেলাম গাছের কাছে -
গাছ বলল , ভালোবাসা !
তার আবার দিন কি আছে ?
ভালোবাসা সব দিনেতেই
এই দেখোনা পাতায় আছে ।
এই না শুনে বিমুখ হয়ে
জানতে এলাম আলোর কাছে ,
মুক্তসম ফুল্ল হাসি
ছড়িয়ে দিয়ে সব আকাশে
বলল সে তো সকল সময় আমার মাঝে ।
মন ভরে না সেই কথাতে-
তাইতো এলাম হওয়ার দেশে,
শুনল হাওয়া বলল 'দেখো
শনশনিয়ে বইছি আমি বারোমাসে ,
দিন দেখে কেউ ভালোবাসে ?
এই ভাবেতে হন্যে হয়ে
ঘুরছি দেখে
যত্নে ফোটা রক্ত গোলাপ
বলল ডেকে -
ভালোবাসার দিন খুঁজছো বোকার মত
কুড়ির ভিতর ভালোবাসা
সেই কবের থেকে
আজ আমাকে দেখছ শুধু
রঙিন মেঘে ।
এর পরেতে শেষ ভরসা
প্রিয়ার কাছে-
জড়িয়ে ধরে আদর করে
বলল যা তা ...
ভালোবাসার দিনটি হল
হাতির মাথা ,
প্রতিটি ক্ষণই প্রেমে পড়ার
হিসাব কি আর যায় কি রাখা
মুক্ত ঝরার ?
দিন ফুরিয়ে মাস গড়িয়ে
হলেম প্রাচীন
খুঁজতে খুঁজতে ভুলেই গেছি
খুঁজছি কি তা ...
সত্যি আছে ভালোবাসার বিশেষ সে দিন ?