আমি ও তুমি
সুনিপা চ্যাটার্জি


তুমি অন্ধ ,তাই সত্যকে দেখতে পাও না ,
তুমি অবোধ, তাই নোংরামিকে বুঝতে পার না ।


তুমি নির্বোধ, তাই লজ্জাকে ঢাকতে পার না,
তুমি কৃপণ, তাই গরিবকে দেখতে চাওনা ।


তুমি অকৃতজ্ঞ , তাই স্বহ্রদয় ব্যক্তিকে ভালবাস না,
তুমি অপরাধী, তাই নিরপরাধের সংজ্ঞা জান না ।


তুমি পরশ্রীকাতর, তাই অপরের উন্নতি দেখতে পাও না,
তুমি অন্যয়, তাই বিচারের বানী শুনতে পাও না ।


তুমি অশিক্ষিত, তাই জ্ঞানের আলো তোমার কাছে আসে না,
তুমি পশ্চিম, তাই সূর্যোদয় কখন হয় জান না ।


তুমি স্থবির, তাই চলার কথা বলতে পার না,
তুমি স্থুল, তাই সূক্ষ্ম  জিনিস তোমার চোখে পরে না ।


তুমি নিরানন্দ, তাই আনন্দকে অন্যের সঙ্গে ভাগ করতে জান না,
তুমি দুঃখী, তাই সুখের মর্ম বুঝতে পারবে না ।


তুমি অকৃতদার, তাই স্ত্রীর মর্যাদা দিতে জান না,
তুমি প্রবঞ্চক, তাই প্রকৃত সন্ন্যাসীকে সম্মান দিতে জান না ।


তুমি ভোগী, তাই ত্যাগের কথা শুনতে চাও না,
তুমি উল্টো, তাই সহজ পথের সন্ধান চাও না ।


তুমি নিশাচর, তাই সুখনিদ্রা কি,তা জান না,
তুমি কুসংস্কারে আচ্ছন্ন, তাই  বিজ্ঞানের আবিষ্কারকে মানতে চাও না ।


তোমার সঙ্গে আমার কোন মিল নেই, তুমি তুমিই, আর আমি আমিই,                                ভবিষ্যৎ তুমি ও আমি মিলে  যে তাহারা হবে, তার কোন সম্ভাবনা নেই ।


তুমি ও আমি একটা সমান্তরাল লাইন, যেটা কোন দিন
একে অপরের সঙ্গে মেলে না ।


স মা প্ত