অপ্রকাশিত কবিতা
সুনিপা চ্যাটার্জী


না বলা কথা কত যে  রয়ে যায় মনে,
কখনো তা ফুটে ওঠে কবিতা ও গানে ।


বসন্তের ঝরা পাতা, শরতের শিশির
হৃদয়ে ভরা বেদনা, তাই সব তিমির ।


চোখের জলের দাম বিকোয় অমূল্যে,
অব্যক্ত কথা তাই রয়ে যায় শূন্যে ।


লোক  শোনে গান, কবিতা, বা  সায়েরী,
দেয় হাততালি, কহে বাহবা,
জানে না তারা কত বেদনার
ফল্গু ধারা বহে এ অন্তরে ।


রজনীগন্ধা গোলাপ বা গন্ধরাজ
ফুল দেখে করে সব বাহবা, শাবাশ,
বোঝে না তারা মালীর ব্যথা
ঝরেছে কত অশ্রু ও কাল ঘাম ।


চতুর্দশীর চাঁদ, শিশুর নির্মল মুখ
ফোকলা দাঁতের হাসি আর যুবতীর রূপ,
এইসব শান্ত-স্নিগ্ধ সৌন্দর্য সবই কল্পনা,
যদি থাকে সকাল সন্ধ্যে পাতে অন্নের দানা ।

অব্যক্ত কথা কত যে রয়ে যায় মনে
কখনো তা ফুটে উঠে কবিতা ও গানে ।


স মা প্ত