একুশ শতাব্দীতে মিলবে না
সুনিপা চ্যাটার্জি


বাচ্চাদের দস্যিপনা,
যুবকের জীবন্ত যৌবন,
মনুষ্য জীবনে ভরা শ্রাবণ,
দর্পণের  নিজের প্রতিছবি দর্শন,
একুশ শতাব্দীতে মিলবে না ।

গ্রামেতে কুস্তির আখড়া,
বিকালে চায়ের সাথে সিঙ্গারা,
টেবিলের  জায়গায় সুর করে পড়া নামতা,
পাজামাতে লাগানো রঙিন  ফিতা,
একুশ শতাব্দীতে মিলবে না ।


চোখেতে  অশ্রুজল,
রূপকথার গল্পে ঠাকুরমার ঝুলি,
প্রকৃত সাধুর অমৃত বাণী,
বীর  কর্ণের  মত দানী ,
ঘরেতে অতিথির আপ্যায়ন,
দেশেতে মনুষ্যত্বের সম্মান,
একুশ শতাব্দীতে মিলবে না ।


ভরতের মত ভাই,
বিয়ে বাড়িতে সানাই,
চুড়ি ভর্তি হাত  ও মাথায় লম্বা কেশ,
ন্যায়েতে  সততা   ও বৃদ্ধের উপদেশ,
একুশ শতাব্দীতে মিলবে না ।


শিক্ষক যে  ঠিকভাবে পড়ায়,
অফিসার যে ঘুষ না খায়,
বুদ্ধিজীবী যে সঠিক রাস্তা দেখায়,
আইন-কানুন সঠিক সময়ে ন্যায় দেয়,
পিতা যে পুত্রকে বোঝায়,
পুত্র যে পিতাকে বুঝতে  পারে,
একুশ শতাব্দীতে মিলবে না ।


নিজেদের মধ্যে  প্যায়ার,
একান্নবর্তী পরিবার,
নেতা ইমানদার,
একশ  টাকা ধার,
গানের জন্য রিয়াজ,
বন্ধুত্বের জন্য দারাজ,
তৃষ্ণার্তকে জল দেওয়া,
আঙ্কেলের জায়গায় কাকা বলা
একুশ শতাব্দীতে মিলবে না ।


নেহেরু  মত ইজ্জত,
সুভাষের মত হিম্মৎ,
অশোকের মত বৈরাগ,
তানসেনের মত রাগ,
চাণক্যের মত নীতি-জ্ঞান,
বিবেকানন্দের মত আত্মসম্মান,
শ্রীচৈতন্যয়ের মত কৃষ্ণপ্রেম,
শ্রীরামচন্দ্রের মত ভাতৃ-প্রেম,
ভগবান বুদ্ধের মত ত্যাগ,
রানা প্রতাপের মত আগ ,
একুশ শতাব্দীতে মিলবে না ।


সমাপ্ত