জীবনের প্রথম প্রেম
সুনিপা চ্যাটার্জি
দিন চলে যায়, বছর পার হয়, বয়স বাড়ে
তবুও জীবনের প্রথম প্রেম আজও মনে পরে ।
শিক্ষকের লেকচার কখনো যেতো মাথার ওপর দিয়ে ,
তবুও ওর ক্লাসে আকসার লেট করে আসা,
আজও মনে পরে ।
পৌষের বিকেলে প্রথম দেখা করার অছিলায় বাড়ি থেকে পালানো,
যদিও পরনে পুরাতন সোয়েটার, তবুও তা
আজও মনে পরে।
ফোনে একবার হ্যালো বলে চুপ করে থাকা,
ওদিক থেকে উত্তরের অপেক্ষা না করে কাঁপা হাতে রিসিভার রেখে দেওয়া
আজও মনে পরে ।
ছুটির পর বাড়িতে পৌঁছে দেবার অছিলায় ঘুর পথে নিয়ে যাওয়া
আজও মনে পরে ।
যদিও ও মাঝখানে ব্যাগ রেখে বসত
তবুও জোরে বাইক চালানোর সময় আমার কাঁধ চেপে ধরা
আজও মনে পরে ।
খাতার পিছনে ওর নাম লিখে চুমু খাওয়া,
তারপর সেটাকে কেটে ড্রইং বানানো,
আজও মনে পরে ।
আজকে সবাই ডেটিংয়ে যায়,
কিন্তু গ্রীষ্মের দুপুরে ওর সাথে ছাদে লুকিয়ে আইসক্রিম খাওয়্
আজও মনে পরে ।
স মা প্ত