যদি থাকতে তুমি আমার পাশে
সুনিপা চ্যাটার্জি


সারাদিন ঝরিল অবিরাম বরিষণ,
গর্জাইল  বর্ষাইল  শ্রাবনের মেঘ,
সারাদিন ঘরে বসে শুধু চিন্তা, ভাবনা, কল্পনা,
যদি থাকতে তুমি আমার পাশে ।


রাস্তাঘাট জল কাদায় ভর্তি ,
নদী-নালা প্রায় উপচে পড়েছে
কাল মেঘে ভরেছে আকাশ,
যদি থাকতে তুমি আমার পাশে ।


বাতাসে মাটির সোঁদা গন্ধ,
একটা ঝি ঝি পোকা ডাকছে অবিরাম
তার সঙ্গে তান  জুরেছে অনেক কোলা ব্যাঙ,
যদি থাকতে তুমি আমার পাশে ।


ছেলেটা কখনো-সখনো খবর নেয় বিদেশ থেকে,
শহরে মেয়েটা তার সংসার নিয়ে করে হাঁস-ফাঁস,
আমি একা বসে আছি এই বারান্দায়
যদি থাকতে তুমি আমার পাশে ।
আজ বড্ড পড়ছে মনে তোমার কথা,
অতীতের কথা আমাদের ফেলে আসার কথা,
মধুর স্মৃতি জীবনের নানা ওঠাপড়া ,
যদি থাকতে তুমি আমার পাশে ।


চলে গেছো কবে, কোথায়, কখন,
তখন ব্যস্ত ছিলাম টাকা রোজগার করতে,
বুঝতে পারিনি তোমার অনুপস্থিতি করবে আমায় অক্ষম
যদি থাকতে তুমি আমার পাশে ।


বড্ড  ইচ্ছে হয় তোমাকে আবার ফিরে পেতে
আমাদের সেই সুখ দুঃখের স্মৃতি
পুরাতন দিনের ঝগড়ার ভাব
যদি থাকতে তুমি আমার পাশে ।


স মা প্ত