কাল – আজ - কাল
সুনিপা চ্যাটার্জি


বসে প্রতীক্ষা করছি কালকের (আগামী),
পেরিয়ে এসেছি কালকে (গত),
কাল কি হবে জানি না ।
ভোরের সূর্য দেখতে পাবো কি না,
সকালে পাখির কলতান শুনতে পাবো কিনা ।
চায়ের টেবিলে ধূমায়িত চায়ের সঙ্গে খবরের কাগজ,
মধ্যাহ্নের  রুইয়ের মাথা  বা মুরগির ঠ্যাং,
সন্ধ্যায় স্ত্রীর গঞ্জনা,
রাত্তিরে নাসিকার ব্যঞ্জনা ।
সবই হবে অতীত, ভুতকাল ।
যদি কাল (আগামী) নয়ন না খোলে ।
যে কাল পেরিয়ে এসেছি,
তা অতি ভয়ঙ্কর, দুঃসহ, দুঃস্বপ্নের মতো ।
জাতি-ধর্ম-বর্ণ নিয়ে মানুষে মানুষে হানাহানি
ধর্ম নিয়ে রাজনীতি, বিভেদ নীতি, বৈষম্যের নীতি ।
সুস্থ মানুষের সংখ্যা আজ কম, জীবন অস্থির আজ,
হৃদয়ের স্পন্দন আজ মোবাইল ফোনে,
স্মৃতি অতীত বন্ধ আছে, কম্পিউটারের হার্ড ড্রাইভে ।
মানুষের হাতে  আজ সময় কম,
নিজের কথা বলার, অন্যের কথা শোনার ।
হাতে লেখা চিঠির গন্ধ আজ আর নেই ।
এরপর আরো কত কি হবে দেখতে,
প্রার্থনা ঈশ্বরের কাছে যেন কাল  নয়ন না খোলে ।।


স মা প্ত