নারী
সুনিপা চ্যাটার্জি


  তুমি  প্রেয়সী, তুমি স্ত্রী,
তুমি  ভগিনী,  তুমি ভগবতী ।


তুমি  দুর্গা,  তুমি   কালী,
  তুমি লক্ষ্মী,  তুমি সরস্বতী ।


তুমি স্নেহময়ী  মাতা,
কখনো জীবন দাত্রী,
কখনো কর্তব্য পরায়না  স্ত্রী,
  সংসারে তুমিই  সর্বময়ী কর্ত্রী  ।

রাগলে  তুমি ভীষণা, হাসলে  লাস্যময়ী,
চললে গজগামিনী, পথ চকিতে আমি মরি ।


তুমি দীর্ঘাঙ্গী , তুমি শ্যামা,
তুমি কামনা,  তুমি কেশ বসনা  ।


তোমার হাসিতে ঝরে মধু,
তোমার কান্নাতে ঝরে বারি,
তুমি চলনে হয় নুপুরধ্বনি,
তোমার বচন  মন হারি ।


   তোমার জন্য লেডিস স্পেশাল,
তোমার জন্য বিশেষ সীট,
বিশ্বের দরজা উন্মুক্ত তোমার জন্য
তবু তুমি রও অকিঞ্ছিত ।


তোমার মান, তোমার শ্রম  হয়নাকো বৃথা
তবুও তুমি আজ আমাদের সমাজে অবহেলিতা ।


স মা প্ত