অসাবধানী জীবনের সুখ
সুনিপা চ্যাটার্জি


সবসময় সাবধানে না চল,
কখনোও তো অসাবধানী হও,
তখনই তো বেঁচে থাকার মানে খুঁজে পাবে,
বেশি সাবধানী না হলেই বিপদে
অপরিচিত বন্ধুর সাহায্য পাবে ।


সবসময় সংযমী  না হয়,
কখনো তো অসংযমী হও,
তখনই তো বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবে,
মনের দরজা খোলো, দুহাত বাড়িয়ে  ডাকো  তাকে
তখনই তো জীবনে চলার সাথী খুঁজে পাবে ।


নিজেকে এত সুখি  ভেবো নাকো,
কারো দুঃখে দুঃখি তো  হও,
তবেই তো চোখের জলের দাম পারবে বুঝতে,
জীবনে সবকিছু যদি পাও, হারাবার কথা  জানবে কিভাবে,
তখনই তো জীবনে না পাওয়ার বেদনা পারবে বুঝতে ।


মনের দরজাকে বন্ধ না রেখো,
কখনো-সখনো গীত সংগীত শুন
তখনই তো পারবে বুঝতে জীবনে প্রেমের মানে,
হৃদয় না দিলে, হৃদয় না নিলে,
কি করে বুঝবে পেয়ে হারাবার ব্যাথা,
তখনই তো তোমার জীবন হবে পরিপূর্ণ ।


ভবিষ্যতের কথা ভেবে বর্তমান সময়কে নষ্ট করো নাকো,
তখনই তো বর্তমান সময়ের সাথে হবে  পরিচয়,
ভবিষ্যতের  জন্য যদি বাঁচো , তবে বর্তমানে বাঁচবে কি হবে,
ভবিষ্যতকে  ছাড়ো বর্তমানকে ধরো আঁকড়ে
তবেই তো  তুমি সময়ের মূল্য পারবে বুঝতে  ।


স মা প্ত