প্রতিশোধ
সুনিপা চ্যাটার্জি


শরীরের ঘা শুকিয়ে যায়,
মনের  ঘা  নয়।


কেউ যদি শরীরের আঘাত করে,
কয়েকদিনেই মন তা ভুলে যায়।
কেউ যদি মনে আঘাত করে,
মন তা মনে রাখে দীর্ঘ দিন ।


  যদি নিতেই হয় প্রতিশোধ,
তবে শরীর নয়, মনকে তৈরি কর
উপযুক্ত প্রতিশোধ নেবার জন্য ।
যে তোমাকে করেছে অপমান,
অর্জন করো তার থেকে বেশি,
ধন, মান, আত্মসম্মান ।

আগে করে তোলে নিজেকে
সমাজের মাথা,
বুদ্ধিজীবীদের  মধ্যে অগ্রণী,
  যেন সর্ব ব্যক্তি দাঁড়ায় নতমস্তকে
তোমার সম্মুখে,
তোমার প্রতিশোধ নেওয়া তখনই হবে ।


একসময় যে তোমাকে করেছিল অপমান ,
আজ  করজোড়ে সে তোমায় করিবে নমন ,
তোমার বন্দনায়  হবে পঞ্চমুখ ।
তুমি শুধু নীরবে হেসো,
এ তোমার  গর্বের  অহংকার নয়,
অপমানের নীরব প্রতিশোধ ।


স মা প্ত