পতিতা


পতিতা বলে ওদের না করিও ঘৃণা,
জন্ম থেকে ওরা হয়নি পতিতা,
এই সমাজ করেছে ওদের দিয়েছে এই নাম।


ওরাও চেয়েছিল একটু আশা, ভরসা,
বেঁচে থাকার জন্য একটা মজবুদ কাঁধের সাহারা
একটু উষ্ণ পরশ বা একটু সোহাগের আলিঙ্গন।


তারা পায়নি সেটা, বদলে এ সমাজকে তারা দিয়েছে
নিজ রক্ত মাংসের টুকরো, ভুলেছে সমস্ত জ্বালা যন্ত্রনা,
নিবে গেছে বুকের আগুন গভীর অন্ধকারে ।
যদি পারও তাদের করিয়ও ক্ষমা,
দিও ভালোবাসা মর্যাদা।


অনন্ত সমুদ্রের মাঝে একটা নদীর
জল সমুদ্রের বুকে তুফান তুলতে পারে না
কিন্তু নদীর হয় স্থায়ী ও নিরাপদ ঠিকানা ।


স মা প্ত