সময় তো থাকবে না গো মা
সুনিপা চ্যাটার্জি


জীবনের সময় তো ফুরিয়ে গেল মা
পাই না তব  দেখা,
জানি না আর কত দুঃখ আছে
মোর জীবনে লেখা ।


পথে পথে বৃথা  ঘুরে মরি  মাগো
মন্দিরে মন্দিরে মাথা করি নত,
এ জন্ম্য কি বৃথা যাবে  মোর
হব তোর  দর্শন থেকে বঞ্চিত ।


দুমুঠো অন্নের জন্য দুয়ারে দুয়ারে  ঘুরি
মিটাইতে মোর জঠর জ্বলন
তোর ভাঁড়ারে কি কম হবে মা গো
দিলে আমার দু মুঠো অন্ন ।


স্ত্রী পুত্র পরিজন ছেড়ে
ঘুরে মরি  দেশে-বিদেশে
জানি না আরো কত কি  করাতে যাস মোরে
আরো কতদিন যাবে ফাঁকি ।  


পাই যদি একবার তব দেখা
বাঁধবো তোরে ভক্তি দিয়ে,
যেতে দেবো নাকো অন্য কোথাও
রইবি তুই শুধু আমায় নিয়ে ।


স মা প্ত