শরতে মা আসবে বলে


সুনীপা চ্যাটার্জি


তুমি  আসবে  বলে  তাই  সূর্য  এখনো  ওঠে  নি,
তুমি  আসবে  বলে  শরতের  আনান্দ  এখনো  আসেনি।
তুমি  আসবে  বলে  কোকিল  এখনো  ডাকেনি ,
তুমি  আসবে  বলে  ময়ূর  এখনো  পেখম  মেলেনি।
তুমি  আসবে  বলে  কাল (আগামী) এখনো  কাল (গত) হয়ে  যায়  নি,
তুমি  আসবে  বলে  পূর্ণিমা  এখনো  অন্ধকার  হয়ে  যায় নি।
তুমি  আসবে  বলে  ফুল এখনো ফোটেনি,
তুমি  আসবে  বলে  কলকাতা  এখনো  কল্লোলিনী  হয়ে  যায়  নি।
তুমি  আসবে  বলে  স্কুল  এখনো  খোলে  নি,
তুমি  আসবে  বলে  শিশু  এখনো  ওঠে  নি।


সেই কবে গিয়েছিলে চলে, তারপর দুঃখ, দারিদ্র্য, ঘৃণা, ঈর্ষা, প্রবঞ্চক্তা
তঞ্চকতায়  ভরে গিয়েছে তোমার এই সাধের ধরিত্রী।
এখন তাই তোমাকে চাই, শুধু তোমাকেই চাই।
তুমি  আস  নিয়ে  এক  হাতে  ন্যায়ের  বানী,
এক  হাতে শাসনের খড়গ, এক  হাতে  মায়ের  পরশ,
এক  হাতে  গরিবের  অন্ন, এক  হাতে  বরাভয়,
এক  হাতে  আশ্বাস, এক  হাতে  ভালোবাসা,
এক  হাতে প্রেম, এক  হাতে  ধর্ম, এক  হাতে  কাল দণ্ড।
তুমি  আস, নিশ্চয়  আস  দেখতে  তোমার  বাপের  বাড়ি।


স  মা  প্ত