স্ত্রী ও পুরুষ
সুনিপা চ্যাটার্জি


তুমি স্ত্রী আমি পুরুষ
সন্তানের জন্য আমি বাবা,তুমি মা ।


তোমার হৃদয় ফুলের  মতো  কোমল
আমার বাইরেটা কঠিন-কঠোর ।

তুমি কাঁদলে অশ্রু ঝরে তা লোকে পায় দেখতে
  আমি কাঁদলে মনের ভেতরে  ওঠে সমুদ্রের ঢেউ ।


আমি দেশলাই কাঠিতে  প্রদীপ জ্বালী হয় আলো,
তুমি হাতের আড়ালে দিয়ে বাঁচাও সেই আলো ।

তোমার জন্য ঘরে বাস করে লক্ষ্মী,
আমার জন্য সংসারে আসে সুখ-স্বাচ্ছন্দ ।


আমি ঘর তৈরি করি,  তুমি বাঁধো  ঘর,
তুমি দেখো স্বপ্ন, পূরণের দায়িত্ব মোর ।


যে ঘরে তুমি নেই,  সেটা অস্থির, নিঃসহায় ,
যে ঘরে আমি নেই, সেটা নয় নিরাপদ আশ্রয় ।


স মা প্ত