কবিতা ততটা হাঁটতে পারে,
যতটা সে সম্মুখে হারানোকে দেখতে পারে।
হারিয়ে যাওয়া, ঠিক কতটা হেঁটে গেলে
বেদনা পিছু করে ধাওয়া।
কবিতারও বয়স বাড়ে, শ্রান্ত হয়,
ভার বয়ে, বয়ে ক্ষয়রোগ বাড়ে।
তুমি হাঁটবে না?
যদি কোনও দিন দ্যাখো হারিয়ে যেতে কবিতাকে।