আলো আধাঁরির খেলা চলে অবিরাম
দিন আসে, দিন শেষ হয় আসে রাত।
প্রভাতের পাখির কলরব, সূর্যের কিরণ, শরতের হাওয়া ...
নেই কোনো কিছুর কমতি।
এমনকি সূর্যের কিরণ পরে চিকচিক করে রাস্তার ধারে পরে থাকা অগোছালো বালি।
নর্দমার রঙিন শাপলা হয়ে ওঠে আরো রঙিন।
দীঘির জলে নেমে আসে নীল আকাশ।
শরতের শীতল হাওয়ায় টুপটাপ শব্দ করে পরে শিউলী।
পুরোনো বটগাছের নীচে আজও বসে আছি আমি।
অনেক দিন পার হয়ে গেল একটি বারের জন্যও আমার মুখে এসে তুত দিয়ে গেল না তোমার উড়ন্ত মেঘরূপ কেশদাম।
অনেক সময় ধরে হাতড়ে হাতড়ে একটি বারের জন্যও পেলাম না তোমার লাউডগা হাতখানি।
পাগলী পাগলী করে মধুর থেকেও মধুর করে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে গেলাম ...
কৈ তবুও তো তুমি আজ একটা বারের জন্যও বললে না "হুম বলো! "