যখনই মনে পরে সেই দশ মাস দশ দিন,
কেমনে শোধায়বো মা তোমার সেই ঋণ!


সেদিনই যদি ঈশ্বর না থাকতেন সাথে,
আমারই জন্য নাকি জান টা দিয়ে দিতে!


শুনেছি আমারে শোয়াইয়া তুমি করেছ সংসারের সব কাজ,
তখনই ছুটে চলে এসেছ যখনই ঘুম ভেঙে পেয়েছি আমি তাজ।


আমারই জন্য তুমি কাটিয়েছ কত নির্ঘুম রাত,
এখনো অনুভব করি মা, তোমার সেই পরশ মাখা হাত।


যেদিন তোমাকে ছেড়ে এই শহরে আসি,
সেদিনই বেজেছে মাগো, অন্তরের করুণ বাঁশি।


কোনদিনই পারিবো না মা, শোধিতে তোমার ঋণ,
তবে কথা দাও মাগো, আমাকে ছেড়ে যাবেনা তো কোনদিন?