টিনের চালের উপর বাতাসে আম গাছের ডাল এপাশ ওপাশ করতে যেয়ে যে এক শব্দের সৃষ্টি করছে তা হৃদয়ের শব্দ। এই শব্দ ক্ষণিক থামে আবার হয়। কখনো দীর্ঘ সময় নিরব থেমে থাকে। কেমন নিস্তব্ধ হয়ে যায় প্রকৃতি। মনে হয় যেনো সব কিছু থেমে একটা ছবি হয়ে গেছে। আবার কোথা থেকে যে বাতাস আসে, শক্ত গাছের ডালপালা গুলোও কেমন শব্দ করে গুমড়ে গুমড়ে ওঠে। যে বাতাস দেখা যায় না, তার‌ই যে এতো শক্তি।  কত ধুলোবালিও এই বাতাসে এদিক ওদিক হয়ে যায়। আবার ভক্তের প্রেমে ভগবান ও টলে যায়। তাহলে এই বাতাসে যে স্থির হয়ে থাকে বা থাকতে পারে তার হৃদয় কি গাছের চেয়েও শক্ত  নাকি তার হৃদয়‌ই নেই? নাকি হৃদয় শুকিয়ে পাথর হয়ে গেছে?