আজ আকাশ থেকে পড়ুক ঝড়ে
বাংলা ভাষার বর্ণমালা
কমলা-কানাই বীর শহিদের
রক্তে জ্বলুক বরণডালা।
বাংলা ভাষা ফের প্রাণ পাক
আগ্রাসনের ভিড়ের মাঝে-
দগ্ধ দুপুর ফেরাক স্মৃতির
বরাক সাজুক আগুন-সাজে।


ফাগুন না সে, ছিল সেটা
ভরা গ্রীষ্ম-দুপুর কথা-
চললো বুলেট, লুটিয়ে পড়লো
মায়ের বুকে জমাট ব্যথা।


পড়লো ছেয়ে স্বাধীন দেশের
মন্ত্রী-নেতার বিবেক-মাঝে
জবান রাখতে জান দিলো মেয়ে
দশ শহীদের প্রাণের সাথে।


স্বীকার পেল বাংলা ভাষা
শহিদ তোমার রক্তঋণে-
মরণ সাগর পারেও তোমারা
অমর হলে ১৯শে মে।