তুমি কি আর রোজ সকালে পদ্য লেখো আগের মতো?
মত বদলাও, পথ বদলাও, সুযোগ পেলে রং বদলাও নিজের মতো?


কম বয়সে তুমিই ছিলে আগুন খাওয়া লাল-সেলাম-
মিটিং-মিছিল শ্লোগান-গানে কাঁপত তখন পায়ের মাটি
তোমার তখন অন্য মেজাজ
কণ্ঠে তখন অন্য আবেগ, অন্য আওয়াজ-
সেসব কথা আজকে কি আর মনে পড়ে?


এখন তুমি বদল-দিনের নতুন মানুষ-
ডাইনে-বামে, সভায়-ঘরে বলছো কথা নতুন স্বরে
লড়াই যখন জেতার জন্য, এই বুঝি তার আসল মানে।


পলকা চটি দিব্বি গলাও দু পায়ে রোজ
আকাশ রঙা রাস্তা সাজাও, সাঁঝ থেকে ভোর-
পূব আকাশে সংশয়ী চোখ, কোন রঙে তে উঠবে রবি?
বলতে পারো কোন তুলিতে আঁকবো কবি তোমার ছবি ?