বয়েসটা ঠিক কত ছিল?
মেঘ্লা দুপুর একখানা
সেদিন কি গরমের ছুটি?
কিছুতেই সময় কাটে না।|
ভোর থেকে কাজ করে করে
ক্লান্তিতে মা আছে ঘুমিয়ে
দুপুরের বদ্ধ গরমে
ঘাম জমে আছে মা'র গায়..।
আমাকেও শুতেই হয়েছে
দুপুরে তো বারণ বেরোনো
ঘুমিয়েও মা নজর রাখে....
কি ভাবছি ঠিক জানে যেন।
একখানা ঘুড়ি ওড়ে দুরে
জানলার ফাঁকে যায় আসে
কখন যে দুপুর ফুরোবে
চোখ মেলে রেখেছি আকাশে
ভয় আছে ভরপুর মনে
ব্রিষ্টি না এসে যায় যেন
বন্ধুরা সব জমা হবে
মাটি হবে খেলতে বেরোনো,
একবার মাঠে নেমে গেলে
তারপর আসুক বরষা
জল মাঠে খেলা জমে যাবে
নামছে না, এটাই ভরসা।
অসহায় টিক টিক গোনা
বিকালটা কত পরে হবে?
আর শুয়ে থাকা যাচ্ছে না
কখন যে দুপুরটা যাবে...


আজ এই ব্যস্ত দুপুরে
ঘষা কাঁচে চোখ রেখে ভাবি
জীবনের সব ঘাম দিয়ে
যা কিছু করেছি সমবেত
সবটুকু ছুঁড়ে দিয়ে যদি
সে দুপুর ফিরে পাওয়া যেত...
সে দুপুর ফিরে পাওয়া যেত...