আমি ভেবেছিলাম
যে আমি একাই জঙ্গলে চলে যাব।
সেখানে কেউ কারুর নয়,
আবার সবাই জঙ্গলের।
তাই তুই নিযেই যখন জঙ্গলে দেখা করবি বললি,
আমি আর না করলাম না
কিন্তু জঙ্গলে এসে দেখলাম
যে এখানে কোন গাছ নেই,
পাখি নেই, পশুরাও নেই,
এ তো শুধু মানুষের ভীড়।
ঘামে, রক্তে, মিথ্যে কথায় মাখা,
এক দুষিত, অসহ্য পরিবেশ।
তুই কি সত্যি এই জঙ্গলের ঠিকানা দিয়েছিলি?
সে কিরে
যাকে তুই জঙ্গল বলিস
সে তো মরুভূমি,
এখানে কি কবি থাকতে পারে?