অসংখ্য কবিতার মধ্যে কোথাও তুমি হারিয়ে গেছ,
খুঁজে বার করতে অনেক সময় লাগবে।
তাই আরও একটা লিখে ফেলা ভাল।
শুকনো পেন দাবিয়ে রাখে ছন্দের ভিড়
তাই...গানটা গেয়ে ফেলা ভাল।
অক্ষর গুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে,
পাছে কারুর ব্যবহার যদি ভুলে যাই।
আবেশের বানে সবাই হুর হুর করে বেড়িয়ে যায়।
তারা নিজেরাই নিজেদের খুঁজে ফেলে,
একজোট হয়ে নিজেরাই শব্দ বানায়,
তারপর শব্দগুলো একজোট হয়ে পঙক্তি বানায়,
পঙক্তি গুলো এদিক ওদিক তাকাতে থাকে,
ছন্দের অজুহাত দিয়ে চেনা পরিচিত পংক্তিদের পাশে গিয়ে দাঁড়ায়।
কোথা থেকে চলে আসে সুর,
আর জুড়ে যায় তোমার গান।
আমার দৃষ্টিকোণের বাইরে কোথায় লুকিয়ে আছ?
খুঁজতে গেলে আবেশের বান আসবে
তাই...ভুলে থাকাই ভাল।