তোরা আমায় ছেড়ে এগিয়ে গেলি?
তোরা বুঝলি না যে আমারও তাড়া ছিল?
ভেতরে গুঁজে রাখা কোন এক স্মৃতির তোরঙ্গে,
তোরা আমায় ফেলে গেলি?
লাল, নীল, হলুদ, সবুজের সব স্বপ্ন বুনে,
আমায় পেছনে রেখে এগিয়ে গেলি!
তোরা তবে ঠিকই বুঝেছিলি,
আমার স্বপ্ন কিন্তু লাল, নীল, হলুদ, সবুজের নয়,
আমার বাস্তবও সেই সাদা কালোতেই তৈরি
তাই আমার রঙ বুঝতে একটু সময় লাগে
যাঃ তোরা এগিয়ে যা।
তবে মনে রাখিস
সব রঙ মিশিয়েই কিন্ত সাদা হয়
আর যখন সাদা থাকে না,
তখন কালোই কিন্তু সবাইকে স্থান দেয়।
তোরা এগিয়ে যা।
আমি আসছি।
আর ভয়ের কিছু নেই।