দেখেছো আকাশে উঠেছে বুনো চাঁদ
আলোয় মাতাল নেশা লেগেছে
এই চৈত্রশেষের রাতে চল অরণ্যে যাই
হাঁটব ঘন হয়ে দুজনে আজ।
ঝিঁঝির শব্দ, জল পড়ে কাছেদূরে কোথাও, থেকে থেকে আসে আরণ্যক জন্তুর ডাক--
তবে হিংস্র নয় তারা অন্তত এই রাতে।
এক মুহূর্ত থামুক শহরের কোলাহল যত, শুকনো পাতার শব্দে জানুক সবাই
আমাদের আদিম মানব-মানবীর অভিসার --
ত্যাগ করি এসো শহরের জঞ্জাল এই ক্ষণে
নিষ্পাপ অরণ্যের কাছে আবার লজ্জা কীসের!