বিকেলের রঙ দেখেছো তুমি--
বর্ণালি ধূসর রঙ ছেয়ে আসে
উষ্ণ দিনের শেষে
একটি প্রলম্বিত প্রান্তবেলা জুড়ে,
নীল আকাশ পথ পাড়ি দিতে দিতে
পাখিরা যে যার ঘরে ফিরে আসে।


এতগুলো বছর দিয়েছি সময়
শুধু কিছু ভালো কবিতার সৃষ্টি হবে বলে
এই বিকেলের তুলির টানে জড়িয়ে থাকো তুমি,
সবুজ ঘাস বুকে নিয়ে বিস্তীর্ণ প্রান্তর
ক্যানভাসের মতো জেগে থাকে সামনে।
আকাশ থেকে নেমে আসে বিকেলের রঙ
তোমার চোখের ভাষায় ও মুখের বর্ণ পরিবর্তনে
তার প্রতিচ্ছবি দেখি অনবরত।
তোমার রক্তিম মুখ, ছবি আঁকা ওষ্ঠাধর, পাতাবাহার চোখ থেকে
খুঁটে খুঁটে শব্দ সঞ্চয় করি আমি--
আমার নিবেদনে তোমাকে সাজাবো বলে।


কবিতায় তোমাকে গড়েছি না কবিতার জন্য তোমাকে চেয়েছি-- এখন এ প্রশ্ন থাক,
শুধু স্থায়ী হোক একটা রঙিন বিকেল বেশ খানিকটা সময়
আকাশে মিলুক তার যত অপার্থিব রঙ
আসমানি নীল সবুজ কমলা সাদা আর গোলাপির সাথে এমনকি ধূসরও এসে মিশুক।
এই বিকেল এরপর জানান দিলে
তোমার মসৃণ ত্বকে, বাহু ও বাহুমূলে
আমাকে নিয়ে যাও এসে
তোমার শরীরের ছন্দিল আন্দোলনে,
গভীর ও অগভীর  অববাহিকায়,
ঘেরা ও নগ্ন দ্বীপপুঞ্জে।