এসো আমরা ক্যাম্প-ফায়ার করি
সেই কলেজ-ট্যুরের রাতগুলির মতো
তোমার ওই বিস্ফারিত চোখে
আগুন বেহায়া হোক আবার ।
এই শেষ শীতেও ফুটে উঠুক
তোমার গলায় ঘাম ,
আর খেলা করুক
তোমার শ্রান্ত অথচ
বড়ো উদ্ধত  বিভাজিকায়
ক্যাম্প-ফায়ারের আলোছায়া --
দ্রিমি দ্রিমি নেমে আসুক
মুগ্ধতার জলছবি
তোমার-আমার চোখের ভাষার বিনিময়ে ।
অ্যালকোহলিক শরীর জাগুক
নিষিদ্ধ রাত্রিযাপনে ।
হোক না অমার্জিত , বেপরোয়া
তবু এ নিমন্ত্রণে না বলতে নেই--
এসো আমরা ক্যাম্প-ফায়ার করি আবার ।