প্রথমে পুঞ্জীভূত হল অসম্পূর্ণতা ও অসন্তোষ
ধীরে ধীরে ক্ষোভ জমে
উগরাল তীব্র প্রতিক্রয়া,
থাকল মিশে বিদ্বেষ তাতেও
কিন্তু একসময় ফিরেছিল শান্ত সমাহিত রূপ
সত্যের সম্মুখীন হতে বাঁধেনি তখন
কবিমন জাগ্রত হয়েছিল ক্রমে
যজ্ঞে আহুতি দানের নিমিত্ত
ঘৃত, চন্দন ও পুষ্পের মতো
নেমে এসে শব্দেরা ঘিরে ধরলে
সময়ের কবিতারা জন্মেছিল
কবির শুদ্ধ লেখনীতে।


রাস্তার ধারে গাছের সবুজ পাতার ওপরে
ধুলোর আস্তরণ জমে উঠলে প্রকৃতি রুক্ষ্ম হয়
মনেও ধুলো জমে, লম্বা পথ হাঁটা হলে
আস্তরণ আরো গাঢ় ও কঠিন হয়ে ওঠে --
এরপর ঘষা কাগজে তাকে ছুলে নিয়েছিলেন কবি
আবরণ উন্মোচিত হলে নতুন কোষ
প্রকৃতির স্পর্শে সংবেদনশীল
সেইমুহূর্তে তিরতির করে কেঁপেছিল।
উড পেন্সিল ছোলা হলে যেভাবে নরম গ্রাফাইট বেরিয়ে এসে আলতো চাপে দাগ কাটে কাগজে
যন্ত্রণার তীব্রতা সামলে তখন
হয়তো একটি বহুকাল রয়ে যাবার মতো
কবিতা লিখে ফেলেছেন
যুগযাত্রী এসময়ের কোনো কবি--
গ্রাফাইটে দাগ কেটে আলতো আঁচড়ে কাগজে ।।