দিন কেটে যায়, সময় মেপে চলি
ধমনির রক্তপ্রবাহও বোধ হয়
ধীরস্পন্দ হয় -
বন্ধুত্বে ছেদ পড়েনি
তবে এখনও হৃদয়ে হৃদয়ে গভীর অনুভব
দৈনন্দিন বেঁচে থাকাকে বিচলিত করে ৷
উদ্দাম ও আদিম প্রেমের স্মৃতি
আমরা হারিয়ে ফেলিনি দুজনেই -
হয়তো এখনও একটু কোথাও রয়ে গেছে I
মনকে বোঝাই  'এক জীবনে
নাই বা হল সে আপনার '!
শরীর এসে মিশলেই
পাপের অনুভূতি জাগে ও তীব্রতর হয় -
বয়স যে এভাবে বদলে দেবে সবকিছু
কবে আর ভাবতে পেরেছিলাম !


সুখকর বন্ধুতা
আজকাল বড়ো টেবিল জুড়ে বসে থাকে
কিছুটা নিরাসক্ত মনেই
আপন করে নিই প্রাক্তনীকে ৷
যদিও এ-আপনে নিবিষ্টতা নেই
তবু বয়সের হাত ধরে
একটা নিরাসক্তির বন্ধুত্ব-ও
বাঁচার পথ ঠিক খুঁজে নেয় ।
তাচ্ছিল্য, উষ্মা, অভিমান, অভিসম্পাত
এবং শরীর ঘন হয়ে আসা
আশ্লেষের চাহিদা কাটিয়ে উঠলে
দেখেছি জীবন তখন শুধুই জীবন ৷
এর চেয়ে ভালো বাঁচা বুঝি আর হয় না ।