আজ সকালের টানা বৃষ্টিতে ভিজছে বারান্দাটা
ভিজছে লকডাউনে মুড়ে রাখা শহরটা,
বহুদিন দেখা হয়না তোমার সাথে
এটা জানি শুধু ভালো আছো, বার্তা এলে দূরভাষে।


এভাবেই ভালো থাকো আর কিছু দিন
ভালো থাকি আমিও,
এসো সবাই একসাথে ভালো থাকা যাক
বাইরে আর না বেরিয়ে।


বৈশাখী বৃষ্টিতে এরকম কত
একসাথে ভিজেছি দুজনে,
ছাতা নিয়ে গেছে কাল বৈশাখীর ঝড়ে
জবুথবু  আমরা দাঁড়িয়ে নদীর পাড়ে।


ততদিনে না হয় এবার গ্রীষ্ম পেরিয়ে যাবে
লকডাউন তোলা হলে শহরে,
শহরের ত্রাস দানব ভাইরাস
মানুষের ফুসফুস নিচ্ছে দখল করে।


মহামারীর পর আকাল নামলে
তখন ধরব হাত দুজনে,
বাঁচার লক্ষ্য ঠিক রেখে তাই
আজ কেউ আর বেরোব না কিছুতে।


বৃষ্টি ঝরছে একা বারান্দায়
রাস্তাটাও জনশূন্য,
এসময় শুধু ঘরে থাকা চাই
মনখারাপের দোহাই চলবে না কোনো।


ভালো থাকার শপথ নিয়েছি
তোমাকেও ভালো রাখব,
দেখা আবার হবেই জেনো
এই শহরেরই প্রান্তে কোনো ।


মিটবে যেদিন লকডাউনের পালা
বাতাসে সেদিন থাকবে না কোনো  জীবাণু,
প্রাণখোলা হাসিতে ভরবে সেদিনের সকাল
রাস্তায় আবার আসবে ফিরে মানুষের ঢল।