সুদূর কিউবায় আবিষ্কৃত
বাকার্ডি কার্টা ব্লাঙ্কা
মিহি হোয়াইট রামে
গলা ভেজাতেই
চোখের সামনে
আমাদের পুরুলিয়া জেলার
সেই আদিবাসী গ্রাম ,
কানে মাদলের শব্দ ,
অনুভবে তোমার ঘামেভেজা শরীরের মিষ্টি জৈবিক গন্ধ
আর
বন্য পরিবেশে আমাদের যুগলে পা মেলানো
আদিবাসী গ্রামের নারী ও পুরুষদের সাথে ,
দ্রিমি দ্রিমি !


মনে পড়ে জয়িতা ? দ্রিমি দ্রিমি !


তুমি কাঁপা কাঁপা ঠোঁটে বলেছিলে ,
আই সোয়্যার , এরকম একটা পৃথিবীর খোঁজই আমি করেছিলাম দেবাঞ্জন ,
যেখানে কোনো বাধা নেই ,
নিজের ইচ্ছার দাসত্ব ছাড়া
আর কোনো হুকুমের বশ্যতা স্বীকার করার বালাই নেই ।
বলেছিলে , এই পৃথিবীতে তুমি আমাকে রেখে দাও দেবাঞ্জন , বাকি দিনগুলোর জন্য !
বলেছিলে জড়ানো গলায় , কখনো হেসে , কখনো কাঁদতে কাঁদতে ৷


জয়িতা মশালের আগুনে
আলো তখন
তোমার ঠোঁটে , গালে ,
চিবুকে , গলায়
আর ঘর্মাক্ত বিভাজিকায় --
অথচ অক্টোবরের শেষে সে রাতে
আবহাওয়া যথেষ্ট মোলায়েম --
কিন্তু তোমাকে শীতলতা দিতে পারেনি ৷
হার মেনেছিলাম আমিও --
সে রাতে তুমি উন্মত্ত বাঘিনি ,
রক্তের স্বাদ নিয়েছিলে
আমাকে ছিন্নভিন্ন করে ৷


আই সোয়্যার জয়িতা ,
আমারও ইচ্ছে করে
তোমাকে বারবার এই নতুন পৃথিবীর স্পর্শ এনে দিই --
তাতে অন্তত তুমি
নিজেকে ফিরে পাও বারবার ,
বাঘিনির চেহারায়
এই আরণ্যক জীবনের মাঝে ৷