প্রবল নি:সঙ্গ একটি মনের খেয়া ছেড়েছি --
নদী যে পথে চলেছে
কখনো সেই সোজা অববাহিকা বেয়ে
ও কখনো তার বাঁকের মুখে
আমার খেয়াও বুঝে নেবে তার গন্তব্য ও ঠিকানা।


জীবনের চলার পথকে সত্য মানতে হয় --
কিন্তু মনুষ্য মনের চাহিদা ও আকাঙ্ক্ষা
অন্য কথা বলায়
জীবনের ও-পথে এতদিন মনের খেয়া ভাসেনি কখনো।
জানা হয়ে গেছে তবু আজকাল
এই খেয়া পেরিয়ে যাবে
একে একে অনেকগুলো ঘাট,
বাঁধা পড়ার কথা নাই বা ভাবলাম আর
না হলে হয়তো দু'দণ্ড শান্তি মিলতও আজ।
তবে আক্ষেপ থাকতে নেই এই নির্বাণ সময়ে,
অনেক ঘাটের সাথেই তো
তবু দুটো কথা হল নিভৃত --
কেউ হয়তো একটু বেশি কেউ হয়তো একটু কম,
ধরে কি কাউকে রাখা যায় চিরটা কাল!
একা হওয়ার বেদনা না থাকলে জীবনে
তার গর্ভগৃহ থেকে
মানুষের মধ্যে জন্ম নিত কি ঈশ্বর!