পর্ণা
তুমি কাল আমাকে জানিয়েছো
তোমার ওই লেবুপাতা শরীরে
নতুন একটা বিউটি স্পট
জন্ম নিয়েছে --বেশ বুনো বুনো।


পর্ণা
ওই বিউটি স্পট যদি তোমার
সুন্দর কোনো কানের লতিতে
এসে থাকে,
তবে ওকে সামনের আয়নায়
দেখে একবার বলো,
ওর অনেক উষ্ণ নিশ্বাস
আর আশ্লেষ-আদর
পাওয়ার আছে।


যদি ওই বিউটি স্পট
তোমার ঈষৎ স্ফীত ঠোঁটের
ঠিক নিচে হয়ে থাকে,
তবে ওকে রোজ রাঙিয়ে নিয়ে
একটু হেসে বোলো,
ওর জন্যই এই রঙ, এই ভেজা স্পর্শ
তোমার এক বন্ধু পাঠিয়েছে।


পর্ণা
যদি ওই বিউটি স্পট
তোমার নির্মেদ শরীরের
কোনো গোপন ক্যানভাসে জন্মে থাকে,
তবে ওকে একটু যত্ন কোরো,
নতুন শরীর নিয়েছে ভেবে
ওর উষ্ণতাকে একটু আগলে রেখো,
নরম পালকের ছোঁয়ায়
একমাত্র এ ক্যানভাস সাড়া দেয়, কেঁপে ওঠে
আর আমার সাথে অস্ফুটে কথা বলে।


পর্ণা
তোমার ওই লেবুপাতা শরীর
আমাকে আগে অনেক সুগন্ধিত করলেও
নতুন এই বিউটি স্পটের কথা
আমাকে বুনোফুল দ্বীপে
এখন ক্যানভাস হয়ে ডাকছে,
এই অ-দেখা সময়
তুমি ওকে আর ওর ওই বুনো স্বভাবকে
একটু আগলে রেখো,যত্ন কোরো;
সামলে থেকো।