যদি এমনটা ভাবো
কথার মোড়কে মুড়ে ফেলে
বেঁচে থাকা যায়
গোটা একটা জীবন,
তবে ভুল ভাবছ ।
বেশ কিছু বসন্ত, রুক্ষ শীত
আর দগ্ধ গ্রীষ্ম পার করে এসে
দেখেছি সময়ই শেষ কথা বলে ।


অতীত হয়ে যায় কত কথা ,
একসাথে কথা বলা ,
আসে স্তব্ধতা
তবু মেনে নিতে হয়
সময়ের এই কথা বলে চলা ।


আমি দুহাত ভরেছি তাই
সময়ের এই আশ্চর্য উপহারে ।