অমন সুন্দর কোঁদানো চেহারার নিমগ্ন পুরুষটির দিকে
চোখ যাচ্ছিল অনেকেরই,
নারীদের তো বটেই, এমনকি পুরুষ টুরিস্টরাও সমীহের চোখে তাকাচ্ছিলেন।
যেন নিবিড় অধ্যবসায়ে তৈরি ভাস্কর্য,
সুডৌল, মাংসল ও পেশিবহুল,
এমনই যে এর শরীরের মাপজোকেও কোনো ভুল নেই।
ভরা সমুদ্র থেকে খাঁড়ি পথ বেয়ে
এই মাত্র ট্রলার নিয়ে ফিরেছেন মৎস্যজীবীটি--
তার তৈলাক্ত মসৃণ কালো দেহত্বক থেকে
পিছলে যাচ্ছে সূর্যের আলো,
অথচ শরীর ক্লান্তিহীন, কোথাও কোনো পরিশ্রমের ছাপ নেই।
ফ্রেজারগঞ্জের এই ফিশিং হারবার পয়েন্টে
সমুদ্র ভ্রমণের জন্য উপস্থিত
নারীদের চোখ আটকাচ্ছিল তো বটেই,
শহুরে পুরুষেরাও সমীহের চোখে তাকাচ্ছিলেন তার দিকে।
সমুদ্র উজাড় করে দিয়েছে এই পুরুষটিকে
তার প্রাকৃতিক উপাদান--
লোনা জল,আলো ও বাতাস,
সেখানে যেন সাক্ষাৎ জলের রাজপুত্র উঠে এলেন স্থলে--
আর তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল
উপস্থিত শহরের ক্লিষ্ট নারীপুরুষদের মধ্যে,
শোনা গেল মৃদু হা-হুতাশও।