রাত-ঘুম ভেঙে দু-লাইন লিখে ফেলার পর
বড়ো প্রশান্তি এসে ঘিরে ধরে
নৈশব্দ হাতড়ে তখন স্বপ্ন আছড়ে চৌচির করি
দু:স্বপ্নরা পাড়ি জমায় অন্যত্র!
এক আঁধার রাতই যথেষ্ট মনে হয়
আসল মুক্তোর ছটায় নিজেকে খুঁজে পেয়ে
অমিতপরাক্রমী--


হে আর্কিমিডিস, তুমি বার বার আসো,
ফিরে ফিরে আসো
তবেই না সৃষ্টি বাঁচে শাশ্বতকাল!