এরমধ্যে কাটিয়েছি বেশ কিছু উষ্ণ গ্রীষ্মদিবস
শীতল হতে চেয়ে করেছি তৃষ্ণার্ত খোঁজ রুক্ষতার মাঝে,
ভরসা ছিল তারপরও--
অবশেষে সেই ঈপ্সিত প্রতীক্ষাবসানে
গ্রীষ্মবাতাসে খুঁজে পেলাম
শীতলতার স্পর্শ,
এরকম জলের সান্নিধ্য মেশানো বাতাস
বরাবর আমার মনকে
অন্য কোথাও আলাপনে নিয়ে গিয়ে ফেলে--
এই প্রাণবন্ত জুড়ানো সুবাসিত বাতাস মেখে আমার একটা সকাল শুরু হয়,
তারপর দিন গড়িয়ে যায় শেষ পর্যন্ত দুপুরে।


আমি অজস্র গ্রীষ্ম অপেক্ষা করতে রাজি আছি
এরকম বর্ষার পদশব্দ বয়ে নিয়ে আসা এক একটি বাতাসময় গ্রীষ্মদিনের মুখোমুখি হতে চেয়ে।
অনেক কিছু হারিয়ে ফেলে কিছু জিনিস ফিরে পাই
হারিয়ে যাওয়া সুদূর অতীতের কোনো কোনো দিন হঠাৎ এক ঝলকে ফিরে আসে ভীষণ দমকা বাতাসে,
ফিরে আসে গাছের পাতায় হাওয়ার শব্দে।
এরকম এক একটা দিনে গ্রীষ্মের সকাল
তোমার কথা মনে করায়
তোমার সাথে কাটিয়ে আসা হারিয়ে ফেলা দিন খুঁজে পাই বাতাস এসে জড়িয়ে ধরলে।
দিনগুলো ভালো ছিল,
তবে সেখানে এরকম ঠাণ্ডা জলের স্পর্শ দেওয়া
এই সুগন্ধীবাতাস সচরাচর থাকত না।
এরপর ক্রমশ দিন বাড়ে, বাতাসের সেই যৌবন ঝরা আমেজও ফুরিয়ে আসে,
কিন্তু মনে পড়ে যায় বার বার--
আরো একবার আমি তোমাকে এখানে খুঁজে পাই।
তোমাকে মনে পড়াতে বাতাস তার সুগন্ধ বয়ে নিয়ে এসে হাজির হয় সেই সকাল থেকেই,
এই গ্রীষ্ম দিনে।


সব অতীত ভুলে যাওয়ার নয়,
তাকে বাঁচিয়ে তোলার জন্য অনেক সময় প্রকৃতির এরকম ছোঁয়া এনে দিতে লাগে।


সম্পর্ক মরে না,
মেয়াদ অন্তে
মনের গভীরে তার নিভৃত বাস
এভাবেই কখনো সখনো জানান দিয়ে যায়।