শুধু কবিতা দিয়ে
আস্ত একটি তাজমহল গড়ে ফেলা যায়
কিন্তু তাজমহলে কেউ কোনোদিন ঘর বাঁধেনি ।


রোজকার জীবনে বাঁচা হয়ে ওঠে
না যদি অভ্যাস শুধু
তাহলে সেখানে মুক্তো সন্ধান করতে
ডুবুরি লাগে না
কত মুক্তো রয়েছে ছড়িয়েছিটিয়ে তুমুল অবহেলায়
ঠিক চিনে নিতে পারলে
তুলে আনা যায় অনায়াসে
গড়ে নেওয়া যায় খাঁটি একটি মুক্তোমহল ।


কোনো স্মৃতির তাজ নয় হয়তো সে--


কিন্ত সেটি আমৃত্যু ভালোবাসার
নির্মেদ এক সংগ্রহশালা বলে
মেনে তো নেওয়া যায়।


সেখানকার রাগ-দু:খ-সোহাগ-অভিমান,
কয়েক মুঠো ভালোবাসার জন্য আদেখলেপনা আর
কত কথাবলা ও না-কথাবলার রেকর্ডরুমে
শুধু একটা কেন,
অজস্র ভবিষ্যৎ তাজমহল সৃষ্টির উপাদান
অঢেল গচ্ছিত রয়েছে দেখে,
প্রেমের কবিতা লিখতে বসে
নিশ্চিন্ত হতে পারেন
অর্দ্ধেক যৌবন সম্পন্ন করে
আসা আধুনিক কোনো কবি ।