এমাথা ওমাথা ছড়িয়ে আছে আমার পাগলামির নমুনা,
তোমাকে বিরক্ত করবই করব--
একসময় ভালোবেসে লিখেছিলাম শেষহীন কবিতা যত,
তবুও তোমার ও নির্দয় হৃদয় জাগাতে পারিনি!
আজ এসেছ আমার হতে,
এটুকু সবুর কর--
প্রেমের অভিঘাত যদি এরপরও বিরক্তি আনে তো আনুক,
আমার ছাদের প্রান্ত হতে যতদূর চোখ যায় যাক তোমার,
দিগন্ত ছুঁয়ে ফেল এক আকাশ উড়ে নিয়ে
ঘরছাড়া পাখির মতো,
তবুও ভালোবাসার তির জুড়েছি আমার চোখে,
নিস্তার নেই তোমার!
আজ পাখির নরম শরীরের থেকেও আমার ভালোবাসা দামি,
হৃদয় ফুঁড়েছে তিরে--
দিগন্তরেখায় তোমার করতলে
আত্নসমর্পণ করবে বলে।