কিছু জিনিস থাক না মনের ক্যানভাসে--
কোনো রঙ তো আর আলাদা ভাবে লাগে না।


তোমার দুচোখে রাতের আলোছায়ায় যে ভাষা জেগেছিল, তা শত কোলাহলেও মিশে যাওয়ার নয়!


সন্ধের আবছায়ায় তুমি নীরবে যেভাবে কাছে এসেছিলে, তাতে দিনের সমস্ত উজ্জ্বলতা ঢাকা পড়ে গিয়েছিল।


আর তুমি চলে যাওয়ার সময় পিছু ফিরেছিলে,
আমার নিমেষে অন্ধকারে সেঁধিয়ে যেতে ইচ্ছে হয়েছিল--


আলো এতই যন্ত্রণার!