আমার মেয়ে, তোর কথা ভেবেই কবিতা লিখব এবার
এমনটাই তো কথা দিয়ে রেখেছি রে,
তুই আজ বড়ো হয়ে গেছিস অনেকটাই
শৈশব এবার পিছনে সরছে এক এক করে
তবু তোর সাথে খেলেছি কত
কত কেটেছে সময় বেহিসাবি ঢঙে
তারপর তোর বেড়ে ওঠার সাক্ষী হয়েছে
ওই পড়ার টেবিল, স্কুলের ব্যাগ আর দুচাকার এই সাইকেল গাড়িটা --
মেয়ে তুই আজ বড়ো হয়ে গেছিস অনেকটাই।


তুই যে মেয়ে আমার --
তোর হেসে ওঠা,প্রথম হাঁটতে শেখা, আর প্রথম কথা বলা
এসব যে সামনে থেকেই দেখা!
যতই আজ কথার ফুলঝুরি তোরমুখে
ততই আজ ভালোলাগার অনুভূতি  আমার সমস্ত মন জুড়ে।
তোর এই ধীরে ধীরে বেড়ে ওঠা আর দুরন্ত শৈশবের ছাপ
আজ তোর প্রতিটা পদক্ষেপে।


মেয়ে তুই আমার,
তোর শৈশব রোজ পিছোয় জানি একদিন একদিন করে--
তবু তোর সেই টলোমলো প্রথম হাঁটা,
প্রথম আধোআধো কথা বলতে শেখা
থেকে যাবে, ছাপ রেখে যাবে তোর আজকের প্রতিটা পদক্ষেপে আর অফুরান প্রাণশক্তির বিচ্ছুরণে।

মেয়ে তুই এভাবেই ভালো থাক নাহয় আমার।