এক বুক ঠাণ্ডা এই উত্তুরে হাওয়ার সাথে
প্রাণপণে টেনে নিয়ে মনকে বোঝালাম
সবাই খুব ভালো থাকুক
সুন্দর এই সূর্যালোকভরা সকালে
সুন্দর কবিতারা আবারো জন্ম নিক মাঠে ময়দানে
আবার ফুল ফুটুক নতুন করে,
উষ্ণতার ওম মাখুক
শীতার্ত নারী ও পুরুষ পুনরায়,
প্রেম ঘনিয়ে আসুক হৃদয়ে হৃদয়ে।
অবিশ্বাস আর ঘৃণা কেটে গেলে
কয়েকটা দিন সেরকমই না হয়
আমরা আবার ফিরিয়ে আনি
বছর শেষের এই উপান্তে ,
হিংসা নয়, শুধুই ভালোবাসার এক পৃথিবীতে।


করতলেরও কোমলতা থাকে,
সেও আর্দ্র হয়,
দেখেছি হাতের ভাষা শুধু হাতই বোঝে।
ভেবেছি সূর্যাস্তের আগেই আজ শপথ নেব
নইলে ভালোবাসা হারিয়ে যাবে অচিরে
হিংসার এই দাবানলে।