বৃষ্টির দেশে একলা আমি,
ভেজা বিকেল, নীরব জমি।
আকাশ যেন কাঁদে ধীরে,
ভালোবাসা লুকায় পাখির নীরে।
চশমার কাচে বৃষ্টির ছোঁয়া,
মনে পড়ে পুরোনো কথা হোঁচট খাওয়া।
একটা চিঠি, একটা দিন,
ভেজা শহর, নিঃশব্দ চিন।
চায়ের কাপের ধোঁয়ায় ভেসে,
তোমার হাসি ফেরে ফিরে এসে।
থেমে যাওয়া শব্দগুলো গায়,
বৃষ্টির জলেই উত্তর চায়।
কে বলেছে একা পথ দুঃখ দেয়?
বৃষ্টি তো ভালোবাসায় ভিজিয়ে নেয়।
ভিজে গানে, ভিজে ছন্দে,
আমি বাঁচি তোমার কল্পনামন্দে।