চলার পথে সাকুল্যে সংগ্রহ
একষট্টি খানি ঝরাপাতা
খয়েরী, কচিকলাপাতা, সবুজ
কত বাহারী নকশা ফুটে আছে তাতে


অপর পকেটে একষট্টিটি খণ্ড পাথর
নানা সময়ে আমার দিকে ছুঁড়ে দেওয়া
যাবতীয় ভুল আর ব্যর্থতার পুরস্কার
তীক্ষ্ণ কোনওটা, ভোঁতা, রক্তমাখা।


আমি পাতাগুলির দিকে তাকাই। ওরা
সবুজ, গোলাপী রঙা জীবনের গল্প বলে
গল্পের গালিচায় সাজায় কবিতার ফুল।
পাখির শিসে শোনায় ইমন বেহাগে গান।


পাথরগুলি খোঁচা দেয়। ফেলে দিতে গেলে
ছিটকে ফের পকেটে ঢুকে যায়। ব্যাথা দেয়,
ভয় দেখায়, রক্তচোখ! রক্তাক্ত আমি


সন্তর্পণে ধাপে ধাপে পা ফেলে উঠি
একষট্টিটা উঠে এলে মাটি বলে
'যতই চাপ দাও, আমি আছি, উঠে যাও
যাও, নিজের লক্ষ্যে যাও ধীর পায়ে'।


যত্নে পাথরগুলি তার বুকেই নামাই
সূর্যের দিকে মুখ, বাতাস সাক্ষী রেখে
পাতাগুলিকে বুকের আদরে জড়াই
মাটিকে শ্রদ্ধায় অভূমি প্রণাম করি।


(জন্মদিনে লেখা)