শুরু রিমঝিম, চল ভিজে আসি জোর
বৃষ্টি এসেছে এটাই জোর খবর
বৃষ্টি এসেছে ধূসর রুক্ষ গাঁয়ে
বৃষ্টি পড়ছে সামনে ডাইনে বাঁয়ে


গেরুয়া মাটি রঙ বদলাবে শ্যামলে
গায়ের জ্বালা জুড়াক না এ-ধারাজলে
পুকুরে ডোবায় এলো জীবনের সাড়া
ভোরে লাঙ্গলের গানে জেগে ওঠে পাড়া


মাঠ ভরে ওঠে বরষার নব জলে
পল্লীর প্রাণ ভরে ওঠে কোলাহলে
লাঙ্গলে ফালে মাথা তোলে কচি চারা
বৃষ্টি এসেছে, ঘর ছেড়ে এসে দাঁড়া


জানি, ঋণভার তবুও থেকেই যাবে
জোট বাঁধবোই বিপদে-অপহ্নবে
রুখে দেব সব যদিবা হামলা আসে
সংহতি আর ভরা ফসলের আশে।